যক্ষ্মা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে – ইউএনও বিশ্বজিৎ

21

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়ানঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেছেন, যক্ষ্মা এখন আর কোন মরণ ব্যাধি রোগ নয়, পূর্ণমাত্রায় ঔষধ সেবন করলে তা সম্পূর্ণ ভালো হয়। নিজে বাঁচতে হলে অন্যকে বাঁচাতে যক্ষ্মা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার এই রোগের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে যাচ্ছে। শুধু মাত্র সচেতনতার অভাবে এ রোগের বিস্তৃতি ব্যাপক হারে বাড়ছে। হীড বাংলাদেশ গোয়াইনঘাট আয়োজিত গ্রাম ডাক্তারদের সাথে একটিভিট্স নেটওয়ার্কিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হীডের সিটিভি প্রজেক্টে’র আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ইএন্ড টি বিষেশজ্ঞ ডাক্তার শাহ কামালের সভাপতিত্বে পি.ও জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম.ও কমলজিৎ, সুপার ভাইজার আব্দুল কাউছার আজাদ। হীড গোয়াইনঘাট ইনচার্জ প্রফুল্ল কুমার, শারমিন আক্তার রুবি প্রমুখ।