ইছরাব আলী হাই স্কুলের গণিত শিক্ষক পারভেজ আর নেই

21

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী ইছরাব আলী হাই স্কুল ও কলেজের গণিত শিক্ষক পারভেজ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। শুক্রবার রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন ও অগণিত ছাত্র-ছত্রী এবং শুভাকাক্সক্ষী রেখে গেছেন। এ শিক্ষকের মৃত্যুতে তাঁর নিজ এলাকা দক্ষিণ সুরমার গঙ্গানগর এবং প্রিয় ক্যাম্পস ইছরাব আলী হাই স্কুল ও কলেজ এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বাদ জুম্মা নিজ এলাকায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় শতশত শিক্ষার্থী এবং পারভেজ আহমদের আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ-উস-সামাদ-চৌধুরী এমপি, সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহবুদ্দিন আহমদ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক কয়েছ আহমদ, সিলেজ জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জনতা ক্লাবের শিক্ষা সম্পাদক নুরুল হক শিপু, কুচাই ইউকে সমিতির সভাপতি মো. শফিক মিয়া, সহসভাপতি শাকিল মুরাদ, তারেক আহমদ জুবের, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, সহসাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাসুদ আলম সাকিফ, মো. নুরুল ইসলাম রুকন প্রমুখ বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি