আপন মনে হবে

29

নেছার আহমদ নেছার

বেলা শেষে বসে আছ
জীবনের প্রান্তে, একাকী নিভৃতে
কার অভিশাপ নিয়ে বন্ধু;
এ কেমন দীর্ঘশ^াস তোমার;
বাতাস উত্তপ্ত হয়ে যায়Ñ
ব্যকুল আত্মাটা ছটফট করে,
না পাওয়ার বিষাদে ভরা
বিরহী কন্ঠে শত গান শুনি।

এ-ভাবে জীবনকে নিঃশেষ করে
দিয়ে লাভটা হবে কার?
নিশ্চয় কারো নয়;
তাই-একটু অভিমান ছুড়ে ফেলে দাও
পৃথিবীটা সুন্দর করে দেখ
সবকিছুই আজ আপন মনে হবে।