শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে — আ. ন. ম শফিকুল হক

40

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি আ. ন. ম শফিকুল হক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন সমগ্র জাতিকে মেধাশূন্য করতে হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর আলবদর বাহিনীর হায়েনারা আমাদের সূর্যসন্তান বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই কুখ্যাত নরপশুরা জানত না, যে দেশের স্বাধীনতার অঙ্গীকারে বলিয়ান ৩০ লক্ষ মানুষ আত্মদান করতে পারে, লক্ষ লক্ষ মা বোন সম্ভ্রম হারাতে পারে, সে দেশ কখনও মেধাশূন্য হতে পারে না। তাই আজ জাতির ৪৬তম শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ হোক, আমরা বুদ্ধিজীবীদের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
গতকাল (১৪ডিসেম্বর,২০১৭) সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী সমাধিতে পুষ্পস্তবক অর্পণের প্রারম্ভে কার্যকরী কমিটির সহসভাপতি আ.ন.ম শফিকুল হক একথাগুলো বলেন। পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন কেমুসাসের সহসভাপতি আজিজ আহমদ সেলিম ও মুহাম্মদ বশিরুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, শফিকুর রহমান, কেমুসাসের জীবনসদস্য দিলওয়ার হোসেন দুলাল এবং আরো অনেকে। বিজ্ঞপ্তি