পুঁজিবাজারে বিনিয়োগকারী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

24

২০১০ সালে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মার্জিন লোনের ১০০% সুদের টাকা মওকুফের জন্য ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রায় অর্ধশত বিনিয়োগকারীদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন সিলেট পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
স্মাকরলিপিতে বলা হয়, ১৯৯৬ সালের মতো যদি ২০১০ সালের মার্জিন লোনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ১০০% সুদের টাকা মওকুফ করা হয়, তাহলে হয়তো তাদের ৫০% টাকা ফেরত পেয়ে সমাজে অসহায় অবহেলিত পরিবারের সদস্যদের জীবন-যাপন কিছুটা হলেও সুখ-শান্তি বিরাজ করবে। এতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রীর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়ছল আহমদ, শামীম আহমদ, তোয়াহিদুল ইসলাম, মনসুর আলম, আকতার হোসেন, মোঃ আব্দুস সাত্তার, মোঃ এনামুল হক রুবেল, মোঃ আব্দুল আলী, মোঃ সোহেল আহমদ, মোঃ ফরিদ আহমদ, মোঃ রাসেল আহমদ সহ প্রায় অর্ধশত বিনিয়োগকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি