চেতনা যুব পরিষদের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু ॥ স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য

19

স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ীঘরসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চেতনা যুব পরিষদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০১৭ উদ্বোধনকালে বক্তারা এ কথা বলেন। সোমবার চেতনা যুব পরিষদের উদ্যোগে নগরীর পীরমহল্লাস্থ ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ক্যামব্রীজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান সোহাদ রব চৌধুরী।
পরিষদের সাধারাণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যামব্রীজ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, সিনিয়র শিক্ষিকা শিমু আক্তার। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কোষাধ্যক্ষ আমির উদ্দিন পাভেল।
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, আব্দুস সোবহান আজাদ, দিলওয়ার হোসেন, এইচ. এম. কাওছার আহমদ, সাজ্জাদুর রহমান, জুনেজ খাঁন, তারেক মজুমদার, এম.এ মালেক খাঁন শাফি, ফারহান আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পরিষদের সদস্য লুৎফুর রহমান। বিজ্ঞপ্তি