কালীবাড়ি ও নোয়াপাড়ায় অবৈধ বাড়ি উচ্ছেদ করেছেন সিটি মেয়র

20

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়ার কালীবাড়ি ও নোয়াপাড়ায় ছড়ার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন। রবিবার সকালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীরর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছড়ার উপর অবৈধভাবে তৈরী করা একটি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযান শেষে মেয়র আরিফ বলেন, দীর্ঘ দিন থেকে এই ছড়ার অধিকাংশ দখল করে বাড়ি নির্মাণ করে রেখেছিল একটি কু-চক্র। যার কারণে ঐ এলাকার পানি প্রবাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি হয়ে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি করছিল। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। মেয়র আরোও বলেন, এই বাড়ি উচ্ছেদের ফলে সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে আর কোন জলাবদ্ধতা থাকবে না। পরে মেয়রের নির্দেশে ছড়ার মধ্যে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানে সিসিকের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, নির্বাহী প্রকৌশলী শামছুল হক, প্রকৌশলী তানিম আহমদসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।