বিয়ানীবাজারে ছাত্রশিবির নেতা মুজাহিদের বাড়িতে পুলিশের অভিযান

51

সিলেট মহানগর ছাত্রশিবিরের ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতির গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। গত সোমবার গভীর রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে শিবির নেতা আলী আহসান মো: মুজাহিদের বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি-ধমকী ও হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও নগরীর পাঠানটুলা পনিটুলাস্থ বাসায়ও অভিযান চালায় সিলেটের মেট্রোপলিটন পুলিশ। শিবির নেতা মুজাহিদের পিতা লাউতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আতাউর রহমান হারুন। তিনি বলেন, গভীর রাতে হঠাৎ পুলিশ বাড়ি উপস্থিত হয়ে আমার ছেলে মুজাহিদ সম্পর্কে জানতে চায়। আমি পুলিশ সদস্যদের সাথে কথা বললে তারা চলে যায়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে থানার ওসি জানিয়েছেন, মোঃ মুজাহিদ এর নামে সিলেট নগরী বিভিন্ন থানায় একাধিক মামলার আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। বিজ্ঞপ্তি