তাহিরপুরে মতবিনিময় সভায় বন ও পরিবেশ উপমন্ত্রী ॥ টাঙ্গুয়ার হাওরপারে আন্তর্জাতিক রিসোর্ট নির্মাণ করা হবে

30

তাহিরপুর থেকে সংবাদদাতা :
‘আমি নদী দেখেছি, আমি সাগর দেখেছি, আমি মহাসাগর দেখেছি, এবার আমার বন্ধু সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের আমন্ত্রণে তার এলাকার হাওর দেখে আমি অভিভূত, আমি আনন্দিত। টাঙ্গুয়া হাওরপারে ৭৮ কেটি ৫৯ লাখ টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক রিসোর্ট নির্মাণ করা হবে।’
শনিবার দুপুর ২টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপার গোলাবাড়িতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ-আল-ইসলাম জ্যাকব এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘টাঙ্গুয়া হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা’ বিষয়ক এ সভা হয়। এতে সভাপতি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব।
মন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকার মতো মোয়াজ্জেম হোসেন রতনের এলাকা উন্নত। বাংলাদেশে অসংখ্য মেঘাপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকার প্রতিটি সেক্টরকে লাভজনক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেছে। টাঙ্গুয়া হাওরসহ দেশের প্রতিটি জলাভূমিকে আমরা সম্পদে রূপান্তরিত করব।
বিকাল সাড়ে ৩টায় সভা শেষে তিনি তাহিরপুর উপজেলা ত্যাগ করে ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে জনসভার উদ্দেশ্যে রওয়ানা হন।