দক্ষিণ সুরমায় মারামারি মামলায় তিনজনের অর্থদন্ড

36

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার মোগলাবাজারে মারামারি ও ভাংচুরের মামলায় তিনজনকে অর্থদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট মুখ্য মহানগর হাকিম আদালত-১ -এর বিচারক মামুনুর রশিদ সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন মোগলাবাজার থানার তৈয়বকামাল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহান আহমদ, একই গ্রামের নুরুদ্দিনের ছেলে জিম্মন আহমদ ও আবদুল বশিরের ছেলের আরিফুল হক। প্রত্যেক আসামিকে আদালত ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১ ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা মোগলাবাজারের তৈয়বকামাল গ্রামের হাজী আবদুল লতিফের ছেলে সফিক উদ্দিনের বাড়িতে হামলা, ভাংচুর চালায়। এসময় সফিক উদ্দিন ও তার পরিবারের লোকজন আহত হন। এ ঘটনায় তিনি বাদি হয়ে ১১ জনকে আসামি করে মামলা (জিআর-১৫৪/১৪) দায়ের করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার উল্লেখিত মামলার রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি তাপস ভট্টাচার্য।