আলোচনা সভায় বক্তারা ॥ হযরত শাহজালাল (রহ:)’র জীবন আদর্শ অনুসরণ করতে হবে

43

হযরত শাহজালাল (রহ:)’র জীবন আদর্শ অনুসরণ করে অশান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবাইকে শপথ গ্রহণ করতে হবে যে আমরা কল্যাণমূলক কাজ করব। অকল্যাণ মূলক কাজ করব না, ন্যায় পথে থাকব, অন্যায় করব না, সুনীতি মেনে চলব, দুর্নীতি করব না, সত্য কথা বলব, মিথ্যা বলব না,মানুষের সেবা করব, মানুষ হত্যা করব না, শিশুদের স্নেহ করব, শিশু নির্যাতন করব না, নারীদের সম্মান করব, নারীদের জুলুম করব না। হযরত শাহজালাল (রহ:)’র গবেষক, ‘‘প্রাচ্যসূর্য হযরত শাহজালাল’’ গ্রন্থের লেখক, তৎকালীন সিলেট জেলার শিক্ষা অফিসার আলী মাহমুদ খান’র ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তরা এই কথাগুলি তোলে ধরেন।
মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক ও মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের সভাপতি রুহুল ফারুক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: মাও: লোকমান হেকিম’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধাপক, ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল এর ডিরেক্টর প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ শওকত আলী, ডা: ওয়ালী মাহমুদ খান, প্রভাষক, কবি বাসিত ইবনে হাবিব, কালের ধ্বনি পত্রিকার সম্পাদক কবি ইমরান মাহফুজ, অধ্যাপক সিরাজুল হক, কবি এ এফ এম শহিদুল ইসলাম, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি খসরুর রশিদ, কবি তারেশ কান্তি তালুকদার, ছড়াকার কামরুল আলম, আধ্যাত্বিক গীতিকার আব্দুস সামাদ, আফজাল উদ্দিন, ছড়াকার আব্দুল কাদির জীবন, ছড়াকার জয়নাল আবেদীন বেগ, কবি আতাউর রহমান বঙ্গী, আব্দুল হান্নান, তছির মিয়া, প্রমুখ, সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বুরহান উদ্দিন ফাউজি, পরে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি