পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির বার্ষিক সাধারণ সভা

41

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ নাজমুল হক বলেছেন, ব্যবসায়িকভাবে পেট্রোলিয়াম ব্যবসায়িরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা নিরসনে সকলকে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। এর আগে এসব বিষয় নিয়ে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে তা তুলে ধরার প্রয়াস চালাতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমেই কাঙ্খিত ন্যায়সংগত দাবি আদায় করে নিতে হবে।
গতকাল দুপুরে নগরির একটি হোটেল মিলনায়তনে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের বার্ষিক সাধারণ সভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ নুরুল ওয়াসে আলতাফির পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হারুনুর রশীদ। সভায় বার্ষিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী। এর উপর আলোচনায় অংশ নেন বিভাগীয় কমিটির আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, ফয়জুল ইসলাম, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, আব্দুল মুনাইম চৌধুরী, এনামুল হক রুবেল, আখতার ফারুক লিটন, আলহাজ্ব মোঃ রুকন উদ্দিন, সাইফুল আলম, নলিনী কান্ত রায় নীরু, হাজী ইউসুফ আলী, সিরাজুল হোসেন আহমদ, মনিরুল ইসলাম, চম্পক লাল দেব, মুশফিকুর রহমান চৌধুরী, সায়েম আহমদ, রফিকুল ইসলাম, মোবাশ্বির হোসেন, আব্দুল ওয়াদুদ মজুমদার, আহমদ রাব্বী মজুমদার, খালেদ উদ্দিন আকঞ্জি, কদর আলী, মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, রিয়াদ উদ্দিন, মির্জা আফজাল মামুন বেগ, শান্তনু রায় নির্ঝর, এডভোকেট মইনুল ইসলাম, নুরুল হক, একেএম আনোয়ার হোসেন রাজু, নুরুল আমিন, ফখরুল ইসলাম শুভ, নীলমনি চন্দ্র নাথ, টুটুল পুরকায়স্থ প্রমুখ। বিজ্ঞপ্তি