রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজমুল হোসেনকে শেষ বিদায়

18

বীর মুক্তিযোদ্ধা নজমুল হোসেন (৬৮) বার্ধক্য জনিত কারণে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে সিলেটের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূবরণ করেন। তিনি ৪নং সেক্টেরের একজন সশস্ত্র যোদ্ধা। তিনি মহান মুক্তিযোদ্ধের সময় সম্মুখ সমরে আহত হন। মৃত ইলীয়াছ মিয়ার পুত্র নজমুল হোসেন দিশারী ৮০নং বাসার হাওয়াপারার নয়াসড়ক সিলেটের স্থায়ী বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা নজমুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় বুধবার দুপুর১২টায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ, মহাগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মহানগর সদস্য বীরপ্রতিক আব্দুল মালেক, ডেপুটি কামান্ডার মো: আব্দুল খালিক, সম্মানিত সদস্য মনাফ খান, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী,আব্দুল হান্নান, ফজলুর রহমান, দিপংকর চক্রবর্তী, নীলকান্ত সিংহ, আতিক চৌধুরী, হারুনুররশিদ, আলী আহমদ, নাজমূল হোসেন, গুলজার খান, শেখ আব্দুস সোবহান, সন্তান কমান্ডের আমিনুর রহমান পাপ্পু, দিরুজুল হক, ছিফফত আলী, ফারুক আহমদ, শামসুল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ।
এরপরে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে বিজিবি ৪১ ব্যাটালিয়ন দল গার্ড অব অনার প্রদান করেন। বিজ্ঞপ্তি