অটোরিক্সা চালকের সততা ॥ ফেরত দিলেন শিক্ষকের পঞ্চাশ হাজার টাকা

39

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক খলিলুর রহমান ৫০ হাজার টাকা এবং জরুরী কাগজপত্রসহ হাতের ব্যাগটি ভুলবশত: অটোরিক্সার পেছনে ফেলে যান। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও অপরিচিত এ অটোরিক্সা চালকের কোন সন্ধান মেলেনি। শিক্ষকের হারিয়ে যাওয়া সেই ৫০ হাজার টাকাসহ জরুরী কাগজপত্র ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই অটোরিক্সার (সিএনজি) চালক মো. লক্কু মিয়া (৩০)। শিক্ষক খলিলুর রহমান জানান, চালক লক্কু মিয়া টাকা এবং কাগজপত্রের প্রকৃত মালিকের বিষয়ে নিশ্চিত হয়ে সোমবার সকালে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে এসে ব্যাগে থাকা ৫০ হাজার টাকা জরুরী কাগজপত্র আমার হাতে ফেরৎ দেন। চালক লক্কু মিয়ার সততার দৃষ্টান্ত দেখে হারানো টাকা ফেরৎ পাওয়া শিক্ষক খলিলুর রহমান সন্তুষ্টি প্রকাশ করেছেন। দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম ও শিক্ষকবৃন্দ চালক লক্কু মিয়ার সততায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চালক লক্কু মিয়া ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর খালিয়া গ্রামের রইছ আলীর পুত্র।