বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে বিডিইআরএম এর মানববন্ধন

86

৫ ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস ২০১৭ উপলক্ষে সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় কালেক্টরেট জামে মসজিদের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সিলেট জেলা শাখা বিডিইআরএম এর সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও দলিত নেতা মনি লাল রবি দাসের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রফেসনাল অফিসার মো. তমির হোসেন চৌধুরী, সিলেট জেলা নারীমুক্তি সংসদের সভানেত্রী ইন্দ্রানী সেন সম্পা, সিলেট মহানগর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন।
উপস্থিত বক্তব্য রাখেন সিলেট জেলা বিডিইআরএম এর উপদেষ্টা অনুর চৌধুরী, লুৎফুর রহমান (মোল্লা), শাহনাজ বেগম, সহ সভাপতি মতিলাল বাল্মকী, মিনা রানী ঋষি, অর্থ সম্পাদক রাজু লাল ডোমার, সাংগঠনিক সম্পাদক বিক্রম লাল, সেলিম লাল। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর ঋষি লীগের ভারপ্রাপ্ত সম্পাদক প্রকাশ ঋষি, জুয়েলরানা ঋষি, দেবেশ ঋষি, মোঃ নাজিম উদ্দিন, মোঃ ইকবাল হোসেন কর্ণেল। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য নানকা রবি দাস, সমির ঋষি, রঞ্জিত ঋষি, বাবুল ঋষি, সাহেদা বেগম, রোকেয়া বেগম, শেফালী ঋষি, দিলশানা আক্তার রুমি, শাহেদা সালমা, আয়েশা বেগম, নাজমা বেগম, লীলমতি ঋষি, লক্ষী রানী ঋষি, পূর্ণিমা রানী ঋষি, সাবিত্রী রানী ঋষি, পবি ঋষি, খগেন্দ্র ঋষি, সাবিত্রী ঋষি, সবুজ ঋষি, দয়াল ঋষি, অমৃত লাল ঋষি, পদ্মা রানী ঋষি, সুচিত্রা রানী ঋষি, অরুন চন্দ্র ঋষি, নকুল ঋষি, ফিরোজা বেগম, মিনারা বেগম, ফাতেমা বেগম, শামসুন্নেয়ার বেগম, সুফিয়া বেগম, নাজিম আহমদ, রাজু আহমদ, মো. আবদুল হেকিম, মো. ফারুক মিয়া, মো. জয়নাল মিয়া, শুভতোষ ঋষি শুভ, নীরেন ঋষি প্রমুখ।
মানববন্ধন সমাবেশে শতাধিক দলিত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি