গোলাপগঞ্জে পৃথক কর্মীসভায় শিক্ষামন্ত্রী ॥ ইসলামের নাম ব্যবহার করে সকল ভালো কাজে বাধা সৃষ্টি করছে বিএনপি-জামায়াত

38

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বিজয়ের মাসে বাঙালি জাতি এই ঐতিহাসিক দিনকে চিরদিন স্মরণ করবে। মন্ত্রী আরো বলেন, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। যার যা কিছু আছে তা নিয়ে শত্র“র মোকাবেলা করো। এই ভাষণের মধ্য দিয়ে সারা বাংলায় স্বাধীনতা যুুদ্ধের দামামা বেজে উঠেছিল। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে শিক্ষা ব্যবস্থায় অকল্পনীয় পরিবর্তন হয়েছে। মানুষ যে সব এলাকায় উন্নয়নের চিন্তা করে নি সেখানেও উন্নয়ন হয়েছে। সকল গ্রামীণ রাস্তা পাকা হচ্ছে। সারা দেশে সাড়ে ৩ হাজার মাদ্রাসা ভবন হয়েছে। গড়ে ৫০% শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এ অঞ্চলের মানুষের রয়েছে সাড়ে তিন হাজার বছরের ইতিহাস। আমরা কোন দিন প্রকৃতপক্ষে স্বাধীন ছিলাম না। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। একাত্তরের মুক্তি সংগ্রামের পর আমরা যখন যাত্রা শুরু করি, তখন ক্ষুধা আর দারিদ্র্যতায় জর্জরিত ছিল গোটা দেশ। অনেক দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি ডিঙিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল তখনই একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। পরবর্তীতে বেআইনী শাসন চালিয়ে জিয়া, এরশাদরা বাংলাদেশকে ২১ বছর পিছিয়ে নিয়ে গিয়েছিল। মোস্তাক-জিয়া শাসন অবৈধ, হাই কোর্টের রায়ের মাধ্যমে তা আজ স্বীকৃত। পরবর্তীতে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ দেশকে বিশ্ব দরবারে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের পৃথক কর্মীসভায় প্রধান অথিতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ইসলামের নাম ব্যবহার করে সকল ভালো কাজে বাধার সৃষ্টি করেছে বিএনপি-জামায়াত। এদেশের উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আওয়ামীলীগ। শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকতা না থাকলে সকল উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে দলের প্রতি নিবেদিত প্রান হয়ে সাধারণ মানুষকে আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। নতুন প্রজন্মের নেতা-কর্মীদের দক্ষ ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে করে তারা আওয়ামীলীগের দেশ গড়ার উন্নয়ন ও অবদানের কথা সাধারণ জনগনের মাঝে ছড়িয়ে দিতে পারে। বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদের পরিচালনায় ও অপর সভায় শরীফগঞ্জ ইউপি আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লুতির সভাপতিত্বে ও কবিরুল ইসলামের পরিচালনায় কর্মীসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, ভাদেশ্বর ইউপি সাবেক চেয়ারম্যান এমএ ছালিক, শরীফগঞ্জ ইউপির চেয়ারম্যান এমএ মুহিত হীরা, মুক্তিযোদ্ধা আছমান উদ্দিন, আব্বাছ উদ্দিন, ফারুক আহমদ মিছবাহ, এনামুল কবির, আব্দুস ছামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, শিক্ষানবীশ এসপি সারবিনা আক্তার, গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর প্রমুখ। এদিকে উপজেলার বাদেপাশা ইউপির কুশিয়ারা ডিগ্রী কলেজে সরকারী অর্থায়নে ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে নতুন একাডেমীক ভবনের উদ্বোধন ও ৭০ লক্ষ টাকায় শাহজালাল একাডেমীর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।