লালবাজার ব্যবসায়ীদের জরুরী সভা ॥ ফুটপাতে অবৈধ মাছ ব্যবসা বন্ধ না হলে কঠোর আন্দোলন

37

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের এক জরুরী সাধারণ সভা শুক্রবার রাতে সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমিতির আহবায়ক প্রবীণ মুরব্বী মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ নেতা এনায়েত হোসেন এনায়েত, লালবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজাদ মিয়া, ব্যবসায়ী নেতা ফয়জুল ইসলাম আরিজ, জুবের আহমদ খান, হাজী শাহাব উদ্দিন, আব্দুল আহাদ, শায়েস্তা মিয়া, মুক্তাদির, সালাই উদ্দিন, হাফেজ শরিফ আহমদ, নুরু মিয়া, হিরা মিয়া, এহিয়া মিয়া, শফিক মিয়া, মানিক মিয়া, ইব্রাহিম মিয়া, মুক্তার আলী প্রমুখ।
সভায় মৎস্য ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা চিহ্নিত করে এর প্রতিকারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে মৎস্য ব্যবসায়ীদের মাঝে থাকা দালাল চক্রকে চিহ্নিত করে বিতাড়ন, ফুটপাত থেকে অবৈধ মাছ বিক্রেতাদের অপসারণ, সমিতির স্বার্থে বিভিন্ন চুক্তি বাস্তবায়ন, মৎস্য আড়তে খুচরা মাছ বিক্রি বন্ধকরণে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রভৃতি। তাছাড়া উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা ও যাবতীয় সমস্যার সমাধান কল্পে ৩৯ সদস্য বিশিষ্ট এক উপ-কমিটি গঠন করা হয়। সভায় সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য চুনাই মিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ শরীফ উদ্দিন। বিজ্ঞপ্তি