তোমার আমি

37

জালাল জয়

এই মনের ঘরে তোমায় রেখে, করেছি প্রেমের বাঁধন
এই প্রাণের তরে মুগ্ধ করে করেছো তুমি আপন
এই রোদ শহরে জলের ছোঁয়া দিলে তুমি যখন
এই মনের ঘরে রাত পোহালো, আঁধার গেলো তখন
এই শব্দ খেলার, ছন্দ ভেলায় ভাসিয়ে দিলে মন
এই কবিতায়, এই ছবিটায় জব্দ-রে এখন
এই হেমন্তে শিশির ঘাসে হৃদয় ছুঁয়ে যাও
এই শীতের বুকে, বুকের লেপে লুকিয়ে আমায় নাও

এই বসন্তে কেমন করে পাতার মত ঝরো
এই ভাবনায় লেপটে বুকে হাতটি তখন ধরো
এই আকাশে মেঘের বুকে আলোর হাসি কই
এই চোখেতে এসে তুমি করো হৈ চৈ
এই স্বপনে, এই পরাণে প্রাণো আমার সই
এই মরণে তুমি ছাড়া আমি আমার নই।