সারাদেশের সঙ্গে ৪ ঘণ্টা সিলেটের রেল যোগাযোগ সচল

36

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রেল যোগাযোগ সচল হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার স্টেশন ও ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মফিজুল ইসলাম রেল যোগাযোগ সচলের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করে।