বিশ্বনাথে ফের ছিনতাই, বিক্রয়কর্মী আহত

24

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে ১০ ঘন্টার মাথায় এবার আতাউর রহমান নামের এক বিক্রয়কর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় বাড়ি ফেরার পথে বিশ্বনাথ-হাবড়া সড়কের মুফতিরগাঁও নামক স্থানে ছিনতাইয়ের শিকার হন তিনি। ৩ ছিনতাইকারী তার মাথায় আঘাত করে নগদ ৪০হাজার টাকা, মোবাইল ফোনসেট, রুপার একটি আংটি ও একটি চেইনসহ প্রায় ৫০হাজার টাকার মালপত্র নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আতাউর রহমান বিশ্বনাথ পুরনো বাজারের ‘মেসার্স আলতাফী ট্রেডার্সে’র প্রধান বিক্রয়কর্মী ও উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের আছমত আলীর ছেলে।
এর আগে বুধবার দুপুরে লন্ডন প্রবাসী জরিনা খাতুন ও তার ছেলের বউ (স্ত্রী) জেবুন নাহারের ছিনতাইয়ের শিকার হন। এ সময় জরিনা বেগমের ব্রিটিশ পাসপোর্ট, ব্যবহৃত মোবাইল ফোনসেট ও নগদ ২২লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ১০ঘন্টা ব্যবধানে পৃথক দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত থানায় কোন প্রকার মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। তবে, মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, দুই ছিনতাইয়ের ঘটনায় এখনও তদন্ত কাজ অব্যাহত আছে।