জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট

46

জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজকে কটুক্তি করার প্রতিবাদে বুধবার সেলিম আহমদ ফলিক গংদের অবৈধ চাঁদাবাজি ও ঘনঘন পরিবহন ধর্মঘটের হুমকির প্রদানের বিরুদ্ধে জাতীয় শ্রমিকলীগ জেলা ও মহানগর শাখার উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রেজিস্টারী মাঠ হইতে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে রাস্তা অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগর শ্রমিকলীগের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম শাহরিয়ার করির সেলিম এর সভাপতিত্বে সভায় বক্তারা সিলেটের দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃনাদরা বলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি সিলেটের কৃতি সন্তান প্রখ্যাত শ্রমিক নেতা প্রকৌশলী এজাজুল হক এজাজ এর জনপ্রিয়তা ঈর্ষানীয় হয়ে ফলিক গং পরিবহন দুষ্কৃতিকারীরা পরিবহন সেক্টরকে ব্যবহার করে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করার লক্ষ্যে বিভিন্ন অপকর্মে লিপ্ত যার বহিঃপ্রকাশ পরিবহন সেক্টরের ফলিক জাকারিয়া। তাদের নিজেদের মধ্যে শ্রমিক বিভক্ত ও ক্ষোভ যা তাদের বিরোধী পক্ষে বিরোধ ঘটে। যা শ্রমিকলীগকে দোষারুপ ও কুরুচি বক্তব্য প্রদান করে আসছে।
জাতীয় শ্রমিকলীগ জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এমতাবস্থায় জননেত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়নের কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে জামায়াত বিএনপির দোসর, পরিবহন সেক্টরকে চাঁদাবাজ জাকারিয়া ফলিক গংদের সমুচিত জবাব দেয়ার জন্য সকল শ্রেণীর শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ। অবিলম্বে ফলিক গংদের গ্রেফতার করে আইননের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানান নেতৃবৃন্দরা। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের শ্রমিকদেরকে নিয়ে ব্যাপক আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা হবে এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা পালিয়ে যাবার পথ পাবে না। প্রসঙ্গত ফলিক গংরা শুধু জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতিকে কটুক্তি ও হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি বরং প্রশাসন ও আইনশৃঙখলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহার দাবিসহ পবিত্র ভৃমি সিলেটের জনগণ সরকারের বিরুদ্ধে আগামী ১০ তারিখের অবরোধেরও হুমকি দিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ফরহাদ হোসেন, মকবুল হোসেন খান, মাসুক মিয়া, ফয়সল মাহমুদ,আব্দুল মালেক তালুকদার, মোশারফ হোসেন জাকির, শাহ আলম সুরুক, আফিকুর রহমান আফিক, এনামুল হক লিলু, নজরুল ইসলাম, আলম মোল্লা, আব্দুল জলিল, হরিলাল দাশ, পুলক সরকার, সাঈদ ইকবাল, সালা উদ্দিন মাসুম, জকি খাঁন, কানু কাঞ্চন, মো. সুহেল মিয়া, রাসেলুজ্জামান, রাইমুল ইসলাম, আব্দুল আহাদ, মো. সালমান, হাসু ্এমাদ উদ্দিন, হুমায়ুন হোসেন, সুন্দরআলী, নজমুল ইসলাম মাসুম, লয়লুছ আহমদ চৌধুরী, ্আবুল ফয়েজ, মনোয়ারা হোসেন, লিটন মিয়া, সাজু, জাহ্ঙ্গাীর আলম, দিলোয়ার হোসেন দিলু, মন্জু প্রমুখ। বিজ্ঞপ্তি