জকিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শাস্তিমূলক বদলী

54

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
বহুল আলোচিত জকিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞাকে জকিগঞ্জ থেকে শাস্তিমূলক বদলী করা হয়েছে। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বাহারুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে তাকে জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিস থেকে খাগড়াছড়ির রাজস্থলি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়। তার বিরুদ্ধে রয়েছে নান অনিয়ম দুর্নীতির অভিযোগ। একটি সূত্র জানায়, গতমাসে খলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ দীপ্তি রানী নামের একজন শিক্ষিকার ঘুমন্ত ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ উঠে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে। এ কারণেই তাকে শাস্তিমূলক বদলী করা হয়।
বদলিকৃত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিজ মিঞা এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জনৈক শিক্ষিকা দিপ্তী রাণীকে শোকজ করার কারণে তার স্বামী সুবিনয় মল্লিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করে তাঁর এই বদলির আদেশ করেন।
এ প্রসঙ্গে শিক্ষিকার স্বামী সুবিনয় মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বদলি করাবো কেন। তিনি তার নিজের কৃতকর্মের কারণেই শাস্তিমূলক বদলি হয়েছেন।