হকার সিন্ডিকেটের নেতা রকিবকে কারাগারে প্রেরণ

52

স্টাফ রিপোর্টার :
নগরীতে হকার সিন্ডিকেটের মূল হোতা ও মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি গ্রেফতারকৃত রকিব আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল পুলিশ রকিব আলীকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ সময় আদালতের ভারপ্রাপ্ত বিচারক মামুনুর রহমান সিদ্দীকি তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত রবিবার রাত ১০টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার নানা নাটকিয়তার দেড়মাস পর রকিব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা পুলিশ।
জানা গেছে, রকিব আলী নগরীর হকার সিন্ডিকেটের মূল হোতা। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রায় দেড়মাস পর পুলিশ আলোচনার মধ্যে দিয়ে রকিবকে গ্রেফতার করতে পারলেও এখন অধরা রয়েছে পরোয়ানা ভুক্ত ২৫জন। যাদের মধ্যে অধিকাংশই রকিব সিন্ডিকেটের সদস্য। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় গত ৭ অক্টোবর সিলেট মহানগর আওয়ামী লীগ আনন্দ মিছিলের আয়োজন করে। সেই মিছিলে সিলেট মহানগর হকার্স লীগের ব্যানারে অংশ নেয় রকিব সিন্ডিকেটের সদস্যরা। ওই মিছিলের সামনেই রকিবকে দেখা যায়। সেই মিছিলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা রহস্যজনক কারণে রকিবকে গ্রেফতার করেননি।
রকিব ছাড়াও গ্রেফতারি পরোয়নাভুক্ত অন্যান্য আসামিরা হচ্ছে- সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, মো. আবদুল বাশার, রুহুল আমিন রুবেল, মখলেছুর রহমান, শফিক আহমদ, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, রংমহল টাওয়ার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সভাপতি মো. আজমল হোসেন, সহসভাপতি মো. মুরাদ হোসেন, ধোপাদীঘির পার লেগুনা স্ট্যান্ডের সভাপতি মো. সাহাব উদ্দিন সাবু, সহসভাপতি ফয়জুল মিয়া, কার্যকরী সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর নুর হিরণ, কোষাধ্যক্ষ মো. আবদুর রশিদ, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কোর্ট পয়েন্ট অটোরিক্সা স্ট্যান্ডের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, সদস্য সচিব ইউসুফ আলী, মধুবন পয়েন্ট লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহসভাপতি মো. আদিল, সাধারণ সম্পাদক মো. কবির মিয়া, অর্থ সম্পাদক মো. বাবুল মিয়া এবং আম্বরখানা-সালুটির শাখার অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তেরা মিয়া।