বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাংলাদেশ আজ বিশ্বদরবারে সম্মানীত ——————- এডভোকেট লুৎফুর রহমান

48

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাংলাদেশ আজ বিশ্বদরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ‘৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। ইউনেস্কোর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি লাভ করায় বাঙালি জাতি আজ গর্বিত। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার মতো এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এডভোকেট লুৎফুর রহমান শনিবার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ‘বিশ্ব ঐতিহ্য’ স্বীকৃতি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সাঁটলিপিকার এ কে এম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য যথাক্রমে আমাতুজ জাহুরা রওশন জেবীন, তামান্না আকতার হেনা, সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, সাজনা সুলতানা হক চৌধুরী, মোহাম্মদ শাহানুর, মোঃ মতিউর রহমান, নুরুল ইসলাম ইছন, মুহিবুল হক, মোঃ শাহপরাণ, জয়নাল আবেদীন, লোকন মিয়া, আশিক মিয়া, সহল আল রাজী চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, এডভোকে এম. মুজিবুর রহমান মুজিব, নজরুল হোসেন, মোহাম্মদ শামীম আহমদ, ইমাম উদ্দিন চৌধুুরী, আলমাছ উদ্দিন, জেলা পরিষদে সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ, উপ-সহকারী প্রকৌশলী হাসিব আহমেদ, এস জেড এম শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন দেলওয়ার হোসেন জোয়ারদার, ধীরেন্দ্র কুমার সিংহ, বর্ণালী দাশ, এম এ সাত্তার প্রমুখ। বিজ্ঞপ্তি