প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতার দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ

63

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম বলেছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মান সম্মত শিক্ষা অর্জন করে প্রতিযোগিতামূলক শিক্ষার সাথে তাল মিলিয়ে চলা। এই সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে শিক্ষার গুণগত মানের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো। শিক্ষার মান এখন অনেক যুগোপোযোগী। প্রজ্ঞা মেধাবৃত্তির সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলা সমন্বয় কক্ষে হলিসিটি এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০১৭ এর দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষকদের উচিত ছাত্রদের শুধু ভালো ছাত্র নয় ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। একজন ছাত্রকে নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমী নাগরিক হতে হবে। হলিসিটি এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ফলাফল প্রতিবেদন তুলে ধরেন হলিসিটি এডুকেশন ট্রাস্টের সেক্রেটারী ও প্রজ্ঞা মেধামূল্যায়ন পরীক্ষা ২০১৭ এর পরীক্ষা নিয়ন্ত্রক সাবিনা বেগম। প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০১৭ এর দ্বিতীয় ধাপের প্রকাশিত ফলাফল হচ্ছে শ্রেণী পঞ্চম রোল ২য় গ্রেড ৫১৮, ৫৬৬ ৩য় গ্রেড ৫৩৮, ৫৪১, ৫২৫, ৫৬৮, ৫৭৬, ৫১৭, ৫৯১, ৫৬৩, ৫৬৪, ৫৬৫, ৫৬৭, ৫১০, ৫০৯, ৫০৪, ৫৭১, ৫০৩। সাধারণ গ্রেড ৫৭৮, ৫২৪, ৭২১, ৬০০, ৬৫১, ৫২৮, ৫২৯, ৫৪২, ৫২৬, ৫১৪, ৫১৩, ৫২৩, ৫০৫, ৫১৯, ৫২২, ৬০৩, ৫৯২, ৫১৫, ৬৭৮। শ্রেণী অষ্টম ৩য় গ্রেত ৮০৬, সাধারণ গ্রেড ৮০১, ৮১৫, ৮০৫, ৮১৭, ৮৫০, ৮৫১।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পারভেজ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উচিৎ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি দেবনাথ, বরায়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরী, এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, ভাদেশ্বর সৈয়দ ইফতেখার আলী শিশু বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুহৃদ রঞ্জন দাশ, দক্ষিণ ভাগ এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল কান্তি দাস, দ্বীন মোহাম্মদ একাডেমীর প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ঢাকাদক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন আহমদ, করগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় শামস উদ্দিন, দাঁড়িপাতন সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, উত্তর কানিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, হলিভিউ একাডেমীর প্রধান শিক্ষক মিসেস মনি জামান, সহকারী শিক্ষিকা সুহানা আক্তার চৌধুরী, গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম হাসান কাওছার,সাংবাদিক রতন মনি চন্দ, জাহেদুর রহমান জাহেদ, বাচ্চু, অনুপম চন্দ্র নাথ, সুলতান আবু নাসের, হোসেন আহমদ, মনসুর আহমদ প্রমুখ।