কানাইঘাটে হাতির সাহায্যে অভিনব কায়দায় চাঁদাবাজি

44

কানাইঘাট থেকে সংবাদদাতা :
বন্য প্রাণী হাতি দিয়ে কানাইঘাটে অভিনব কায়দায় চাঁদাবাজি করা হচ্ছে। শুক্রবার কানাইঘাট বাজার, উপজেলা রোডে ও থানা গেইটের ব্যবসায়ীদের প্রতিটি দোকানে গিয়ে বশ করা একটি হাতি দিয়ে প্রায় ১৫ বছর বয়সের মাউথ সুমন মিয়া হাতির মাধ্যমে টাকা ব্যবসায়ীদের কাছ থেকে উঠাচ্ছেন। এটাকে অনেকেই চাঁদাবাজি বলছেন। কোন ব্যবসায়ী হাতিকে টাকা না দিলে মাউথ সেখানে হাতি দাঁড় করিয়ে ব্যবসায় ব্যাঘাত সৃষ্টি করলে বাধ্য হয়ে ব্যবসায়ীরা হাতিকে টাকা দিচ্ছেন। উৎসুক জনতা হাতির পিছু পিছু নিয়ে টাকা উঠানোর দৃশ্য দেখছেন। মাঝে মধ্যে হাতি দিয়ে এভাবে কানাইঘাটে ব্যবসায়ী সহ জনসাধারণের কাছ থেকে টাকা তোলা হয়। হাতির মাউথ সুমন মিয়ার সাথে কথা হলে সে বলে হাতিটি কুলাউড়া এক মালিকের। তিনি মাউথ কয়েক দিন ধরে সিলেটের বিভিন্ন জায়গায় বিচরণ করে হাতির খাবার যোগানোর জন্য হাতির সাহায্যে ১০/২০ টাকা করে তুলছেন। যেখানেই রাত হবে সেখানেই সে রাত্রি যাপন করে বলে জানায়।