শ্রমিকের ঘামের মূল্যায়ন করতে হবে —————— প্রকৌশলী আব্দুর কাদির

28

নির্বাহী প্রকৌশলী দপ্তর বিক্রয় বিতরণ বিভাগ-১ আম্বরখানাস্থ অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মিটার পাঠক ও বিল বিতরণকারীদের উদ্যোগে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি-১৯০২ সিবিএ-এর সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ সাপ্লাই অফিসে অনুষ্ঠিত হয়।
মিটার পাঠক ও বিল বিতরণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ হাসিবুল ইসলাম হাসিবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি-১৯০২ সিবিএ-এর সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা বপ্রসূন প্রতীম দেব, সভাপতি মোঃ নুরুল আমীন, কার্যকরী সভাপতি স্বপন কুমার চক্রবর্তী, সহ সভাপতি মোঃ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের শামীম, মহিলা সম্পাদিকা দীল আফরোজা খাতুন, মোঃ আব্দুল ওয়াদুদ সোহাগ প্রমুখ। এছাড়াও কমিটি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আব্দুর কাদির বলেন, আমাদেরকে শ্রমিকের ঘামের মূল্যায়ন করতে হবে। কারণ শ্রমিকদের উপর ভিত্তি করেই দেশ এগিয়ে যাচ্ছে। তাদের শ্রমে সঠিক মূল্যায়ন করা না হলে তারা কাজে উৎসাহ হারিয়ে ফেলবে। তিনি দেশের উন্নয়নের স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান। বিজ্ঞপ্তি