বানিয়াচংয়ে মাদ্রাসাছাত্রীকে মারধর করায় বখাটের দণ্ড

13

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক মাদ্রাসাছাত্রীকে মারধর করার দায়ে খায়রুল মিয়া নামে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহের ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত খায়রুল উপজেলার পুকরা ইউনিয়নের কাটখাল গ্রামের সিজিল মিয়ার ছেলে।
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বলেন, দীর্ঘদিন ধরে এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন খায়রুল। একপর্যায়ে ওই ছাত্রীর পরিবার অতিষ্ঠ স্কুল পরিবর্তন করে তাকে ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি করান। সম্প্রতি ওই ছাত্রী বাড়ি আসে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে ঘরের মধ্যে হাত-পা বেঁধে রেখে মারধর করেন খায়রুল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার এবং খায়রুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় তিনি দোষ স্বীকার করায় তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।