নবীগঞ্জের দৌলতপুরে ছাগল চুরির ঘটনার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ

39

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জে ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শালিস’সহ আহত হয়েছেন ৩ জন। গুরুতর আহত অবস্থায় ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত ১০-১২দিন পূর্বে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের জলিল মিয়ার পুত্র সাঈদুল হাসান উলুকান্দি গ্রামের আব্দুর রহিমের ছাগল চুরি করে। ছাগলের মালিক আব্দুর রহিম সাইদুর রহমানকে তার ছাগল ফেরত চাওয়ার কথা বললে এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে তার বাপ, চাচা, ভাই সহ আত্মীয় স্বজনদের নিয়ে ছাগলের মালিকের বাড়িতে হামলা চালায়। এতে আব্দুল আব্দুর রহিম বাদী হয়ে নবীগঞ্জ থাকায় একটি অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় প্রত্যক্ষদর্শী’ প্রতিবেশী মৃত আব্দুর জব্বার এর পুত্র আব্দুল আলীমের বাড়িঘরে ছাগল চুরির পক্ষ নিয়ে আব্দুল জলিল ও নজরুল ইসলামের নেতৃত্বে হামলা চালায় । আব্দুল আলীমের শোর-চিৎকারে আশেপাশের লোকজনসহ শালিস হিসেবে একই গ্রামের সিজিল মিয়া এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি হামলা করে। এ সময় তাদের হামলার শিকার হন শালিস সিজিল মিয়াসহ কয়েকজন। আশংকাজনক অবস্থায় উত্তর দৌলতপুর গ্রামের জয়তুন মিয়া পুত্র সিজিল মিয়া (৪০), মৃত আব্দুর জব্বারের পুত্র আব্দুল আলীম (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত আব্দুল মুনিম (৩০) নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আব্দুল মুমিন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রক্ষিতে বিকেলে এস আই পলাশ চন্দ্র দাশ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।