জনকল্যাণমুখী উন্নত ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে – হাফিজ আনওয়ার হোসাইন

36

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, জনকল্যাণমূখী উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুনাগরীক হিসাবে গড়ে উঠতে হবে।
দায়ী ইলাল্লাহর কাজ সম্প্রসারণের মাধ্যমে আত্ম গঠনে মনোযোগ দিতে হবে। প্রতিদিন আত্মসমালোচনা করে জীবনকে সুন্দর করতে হবে এবং সুন্দর ব্যবহারদ্বারা মানুষের মন জয় করতে হবে। মন্দ কাজ বর্জন করতে হবে। কবীরা গোনাহ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। সহজ-সরল জীবন যাপন করতে হবে। আত্ম মর্যাদা নিয়ে বড় মনের পরিচয় লালন করতে হবে। এভাবেই প্রত্যেককে একজন মুমিন ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আনওয়ার হোসাইন খান বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখা আয়োজিত এক দায়িত্বশীল কর্মশালায় সভাপতির বক্তব্য রাখছিলেন।
জেলা সেক্রেটারী মাওলানা মো. ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েব আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা উত্তর শাখার সভাপতি আনোয়ার হোসাইন, সিলেট সদর উপজেলা আমীর আলহাজ্ব সুলতান খান, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. জৈন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি