সদর উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয় উদ্বোধন ॥ যুবসমাজের ন্যায্য অধিকার সমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা

38

সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুজাত আলী রফিক বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধমের মানুষের স্বস্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকার সমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা। তিনি আরও বলেন এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবক ও যুব মহিলাদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলাই যুবলীগের উদ্দেশ্য। গত ২০ শে নভেম্বর রাত ৯টায় সিলেট সদর উপজেলা কুমারগাঁও বাসটার্মিনাল এলাকায় আওয়ামী যুবলীগের কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা প্রধান অতিথি বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা লোকমান মির্জা সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৭নং মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান হীরন মিয়া, জেলা যুগলীগের তথ্য বিষয়ক সম্পাদক মনোজ কপালী মিন্টু, জেলা যুবলীগ নেতা এডভোকেট কাউছার আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মনফর আলী, ময়না মিয়া,যুবলীগ নেতা মোহাজিন আহমদ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলার যুবলীগ নেতা ফয়সল আহমদ,কুতুব মিয়া, রকিব মিয়া, তাজির আলী, মসাইদ আলী, নুরুল ইসলাম, রাসেদ আহমদ, বাবুল মিয়া, জহুরুল ইসলাম, ফয়সল মিয়া, সাজন আহমদ, মোহিবুর রহমান, চুনুর আলী, হিমেল, হেলাল আহমদ, জুনেদ মিয়া ও সুজেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি