সিলেটে শেষ হলো ৪ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

44

দেশব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালার অংশ হিসেবে সিলেট জেলায় গতকাল (১৮ নভেম্বর) শেষ হলো শিশু-কিশোরদের ৪ দিনব্যাপী ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে এবং ইউনিসেফ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত ১৫ নভেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার শুরু হয়। গতকাল বিকেল ৪টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ, সিলেট-এর অধ্যক্ষ এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী (এডহক) কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির নাটক বিভাগের প্রশিক্ষক ভবতোষ রায় বর্মণ, কর্মশালার প্রশিক্ষক ও বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, কর্মশালার প্রশিক্ষক ও নির্মাণ তত্ত্বাবধায়ক মো. আবিদ মল্লিক এবং মাজাহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নির্মিত ১০টি ১ মিনিটের চলচ্চিত্র প্রদর্শিত হয়। এরপর অতিথিবৃন্দের বক্তব্য শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি