আম্বরখানায় চাঁদার দাবিতে সিএনজি অটোরিক্সা চালকদের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

30

স্টাফ রিপোর্টার :
নগরীর আম্বরখানা পয়েন্টে চাঁদার দাবিতে একদল যুবক সিএনজি অটোরিক্সা চালকদের উপর হামলা চালিয়েছে। এসময় আম্বরখানা স্ট্যান্ডের চেয়ারম্যান শ্রমিকনেতা আব্দুর রহমানকে মারধর করা হয়। শনিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে আম্বরখানা পয়েন্টে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
আহত শ্রমিকনেতা আব্দুর রহমান জানান, হামলাকারিদের তিনি চিনতে পারেননি। তারা ময়নূল নামের এক নেতার পরিচয় দিয়ে তার উপর হামলা চালিয়েছে। এর আগে কয়েকদিন ধরে তারা ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় এ হামলা চালানো হয়। তিনি আরো জানান, প্রকাশ্যে স্টিলের পাইপ ও রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে অন্যান্য চালকরা এগিয়ে আসলে হামলাকারিরা দর্শন দেউড়ির দিকে পালিয়ে যায়। স্ট্যান্ডের মাস্টর মো. মুন্না মিয়া বলেন, তারা হামলাকারিদের চিনতে পারেননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, আমরা ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে কয়েকজন পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।