সৃষ্টি খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন

37

শিশু কিশোরদের সুস্থ ধারায় গড়ে তুলতে হবে। তারাই জাতির ভবিষ্যৎ। শিশু কিশোরদের গড়ে তোলার কাজে খেলাঘর ৫২ সাল থেকে কাজ করে যাচ্ছে। তাদেরকে মুক্ত চিন্তাচেতনা, অসাম্প্রদায়িক এবং বিজ্ঞানসম্মতভাবে গড়ে তোলার মাধ্যমেই আমরা সুন্দর প্রজন্ম গড়ে তোলতে পারব। আর এভাবেই আমাদের দেশ সত্যিকার সোনার বাংলায় পরিণত হবে। যেখানে থাকবে না কোন শোষণ বঞ্চনা। ১৭ নভেম্বর শুক্রবার সৃষ্টি খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সৃষ্টি খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় ১৪১ সেবক এর আঙ্গিনায় আসরের ভারপ্রাপ্ত সভাপতি শিমুল চক্রবর্তীর সভাপতিত্বে, অপরূপ দাস অয়ন এবং জন দেব রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ.বি.এম জিল্লুর রহমান উজ্জ্বল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালি। পংকজ চন্দ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বের সূচনা হয়। সৃষ্টি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এছাড়াও আলোচনায় অংশ নেন খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সম্পাদক অভিনন্দন ধর চৌধুরী রাতুল, পুষ্পহাসি খেলাঘর আসরের সহ সভাপতি সত্যপ্রিয় দাস শিবু, সাংগঠনিক সম্পাদক সন্দীপ দাস। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল হাছান, অর্নিশ দত্ত বিশাল, গোলশান দাস হৃদয়, পপি দাস, কাবেরী চক্রবর্তী, অমিতাভ শর্মা, শৈল্পিক চক্রবর্তী রুদ্র, অমর দাস প্রমুখ।
সম্মেলনে শিমুল চক্রবর্তীকে সভাপতি এবং অপরূপ দাস অয়ন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সম্মেলন উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা ৩টি গ্র“পে বিভক্ত ছিল। আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে আসরের ভাই বোনদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি