পীরপুর গ্রামের নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শনে চেয়ারম্যান আশফাক

51

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের পীরপুর গ্রামের শতাধিক পরিবার সুরমা নদী ভাঙ্গনের কবলে। ইতিমধ্যে উক্ত গ্রামের ধন মিয়া ও মাসুক মিয়ার ঘরের অর্ধেক ও নদী ঘাটের সিঁড়ি ভাঙ্গনের মুখে পতিত হয়েছে। এদিকে ১নং ওয়ার্ডের চরুগাঁও সহ আরো কিছু অংশ অত্র এলাকায় পানি কমার সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। এ ভাঙ্গন অব্যাহত থাকলে চরুগাঁও, পীরপুর ও গৌরীপুরের শত শত পরিবারে বাড়ী-ঘর নদী গর্ভে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুরমা নদীর ভাঙ্গনের খবর পেয়ে ভাঙ্গনকৃত এলাকা শুক্রবার সকালে পরিদর্শন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। পরিদর্শনকালে এলাকার জনগণকে শান্তনা দেন এবং বলেন, এ বিষয়ে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে তিনি নদীপারে বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুস শুকুর, এলাকার প্রবীণ মুরুব্বী হাজী মিছবাহ উদ্দিন, হাজী জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সভাপতি শাহাব উদ্দিন লাল মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ, ২নং ওয়ার্ডের মেম্বার এনাম হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন, প্রবীণ আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, মালাই মিয়া, নুরুল হক, আলী হোসেন, শাহাব উদ্দিন, জাবেদ হোসেন, জয়নাল আবেদীন, বাবুল মিয়া, জুবের, সায়েম, ধন মিয়া, সাদিক আহমদ, চুনু মিয়া, সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি