আরাকান প্রান্তর

32

জোবায়ের জুবেল

রক্তলাল সূর্যোদয়ে লেলিহান আরাকান প্রান্তর
মনুষ্যত্ব হারায় মরীচিকার ধূলিকণায়,
মানবতাবাদীদের মুখে কুলুপ আটা কেন?
বিশ্ববিবেক আজ কোথায়?

ওরা মানুষ নয় মুসলিম
যদি এটাই হয় মৃত্যুর কারণ,
তবে বলবো কি? ভাষাহীন আমি
হতবাক! দেখে উপস্থাপন।

মৃত্তিকা গুমরে কাঁদে লাশের স্তুপে
বক্ষে রঞ্জিত শত আহাজারি,
বৃদ্ধ বা শিশু নেই বাদ বিচার
অভ্যন্তরে অগণিত লাশের সারি।

তোরা মায়াহীন প্রাণহীন জানোয়ারের দল
বিবেককে করেছিস গলা টিপে হত্যা,
তোরা ঘেউঘেউ করা কুকুরের চেয়ে নিকৃষ্ট
পশুত্বের মানবাত্মা।

ওরা নিপীড়িত ওরা মজলুম
তবু ভাবিসনা কভু একা,
সম্মুখ সাম্পানে বিজয় গিরি
সহসাই হবে আঁকা।