যৌনতা

42

শামীম আহমদ ফায়সাল

যৌনতা জন্মে যৌনতা মর্মে
যৌনতা চর্মে কর্মে অধর্মে,
যৌনতা সৃষ্টে যৌনতা দৃষ্টে
যৌনতা কৃষ্টে বক্ষে পৃষ্টে,

যৌনতা আহারে বস্ত্রের বাহারে
যৌনতা অকারে ও গৃহিণীর প্রহারে,
যৌনতা বংশে চাহনির অংশে
যৌনতা শব্দে জীবনের ধ্বংসে,

যৌনতা হাসিতে যৌনতা কাশিতে
যৌনতা লগ্নে হস্তে ও রাশিতে,
যৌনতা গলিতে কবিতার কলিতে
যৌনতা পার্বনে পূর্ণিমা হোলিতে,

যৌনতা কাগজে কামাতুর মগজে
যৌনতা বৃত্তে বিন্দু ও ত্রিভুজে,
যৌনতা গোত্রে পরিণয় সূত্রে
যৌনতা মাদকে ও কুকুরের মূত্রে,

যৌনতা চলনে যৌনতা বলনে
যৌনতা নিঃশ্বাসে নিয়মের খলনে,
যৌনতা শৃঙ্গে খাদে কিংবা গর্তে
যৌনতা আদানে প্রদানের শর্তে,
যৌনতা দূর আর না সংযত মানেই মনুষ্যত্ব।।