প্রতিভা

26

সুজয় সরকার

যার কোনো পক্ষ নেই
তাকে দূরছাই করা যায়।
যে কোনো পক্ষে নেই
সে হয় পাগল নয় শিল্পী।
ঈশ্বর তাকে স্বর্গে
নিজের পাশে বসিয়েছিল,
সে এই ধূলোময় পৃথিবীতে নেমে এসেছে
মানুষের পাশে হাঁটবে বলে।
অতএব ধূলো লাগবে,
ইটের টুকরোয় কাটবে পা,
যাদের জন্য সে নেমে এসেছে
তারাই তার পা মাড়িয়ে যাবে।
যা যন্ত্রণা সহ্য করে
তাই তো প্রতিভা।