নবীগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়ে ব্যবসায়ীর সর্বস্ব লুট

49

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথিমধ্যে একদল ছিনতাইকারী ব্যবসায়ীর মাথায় আঘাত করে তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল কার্ড সহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী কাসেম মিয়াকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে মহা সড়কের আউশকান্দি বাজারে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মো: আবুল কাসেম দীর্ঘদিন ধরে আউশকান্দি হীরাগঞ্জ বাজার মুক্তিযোদ্ধা মার্কেটস্থ ভেরাইটিজ ষ্টোরের ব্যবসা পরিচালনা করে আসছেন। আহত ব্যবসায়ী কাসেম মিয়ার সাথে কথা হলে তিনি জানান, প্রতিদিনের ন্যায় রবিবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ২টায় দিকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে মহা সড়ক সংলগ্ন দেওতৈল প্রবেশ মুখে একটি কার সাইড করা দেখতে পাই। এর মধ্যে ২/৩জন লোক আমাকে ঝাপটা মেরে ধরে বলে যা আছে সব দিয়ে দে, এই বলেই আমার সাথে দস্তাদস্তি শুরু করে। এক পর্যায়ে আমার হাতের টর্চ লাইট দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি হয়ে মাটিতে পড়ে যাই। আমার সাথে থাকা নগদ ৪৭হাজার টাকা, মোবাইল কার্ড সহ প্রায় ৬০হাজার টাকার জিনিস পত্র লুট করে তাদের ব্যবহৃত কার দিয়ে শেরপুরের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী আবুল কাসেম চিকিৎসা শেষে সোমবার দুপুরে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। আউশকান্দি এলাকায় ইদানিং ঘন ঘন চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় সচেতন মহল প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।