নূপুর সংগীত শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ॥ সংস্কৃতি চর্চার মাধ্যমে ভালো শিল্পী সৃষ্টি হয়

62

নগরীর শ্রীহট্ট সংস্কৃত কলেজে সিলেট নূপুর সংগীতালয়ে সংগীত শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে একজন ভালো শিল্পী সৃষ্টি হয়। নিয়মিত ভাবে সংগীত চর্চা করলে একদিন জাতীয় ভাবে শিল্পী হিসেবে পরিচিতি লাভ করতে পারবে।
সংগীতালয়ের সভাপতি এডভোকেট দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক কণ্ঠশিল্পী তুহিন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগীতালয়ের প্রধান পৃষ্ঠপোষক রোটারিয়ান আর কে ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব মোহন শংকর দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসবি সাজু, তামান্না রহমান, রেখা বেগম, বাউল সাথী আক্তার, মইনুল ইসলাম, মোঃ শফিকুল আলম, গীতি কবি এম এ কাশেম, শুভ পাল, সামিয়া আক্তার, সাফওয়াত বখত ইলমা ও কন্ঠশিল্পী আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি