জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে —————- এ.টি.ইউ তাজ রহমান

32

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক এ.টি.ইউ তাজ রহমান বলেছেন, ১৯৯০ সালে ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেয়ার পর, জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে অতীতের সরকার একের পর এক মামলা দিয়ে তাকে হয়রানী করেছে। বর্ষিয়ান রাজনীতিবিদ পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সময়ের দাবী। তিনি আরো বলেন, সময় এসেছে হুসাইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব সরকার গঠনের মাধ্যমে সকল অবিচারের জবাব দেয়ার। এই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি সরকার গঠনের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি শনিবার বিকেলে নগরীর সুরমা মার্কেটস্থ পার্টির কার্যালয়ে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত আহবায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামমী, যুগ্ম আহবায়ক এম.এ মালিক খান, আলতাফুর রহমান আলতাফ ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জাপা নেতা আরশ আলী বাবুল, মোঃ দৌলা মিয়া, মোঃ নিমার আলী, মামুন আহমদ, আঙ্গুর আলী, ফারুক আহমদ, সাবেল আহমদ, আনহার আলী, জেলা জাতীয় যুব সংহতির নেতা আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম আরিফ, আব্দুল কাদির সাজু, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মুর্শেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ ফয়সল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি