কলম আমার

34

ফাতেমাতুয যাহরা স্মৃতি

বসে বসে ভাবি আমি
লিখতে হবে আজ
যে লেখা দেবে উপহার
সুন্দর এক সমাজ।

খোদার কাছে দু’হাত তুলে
করি মোনাজাত
লেখার মাঝে থাকে যেন
ঈমানী দাওয়াত।

প্রতি লাইনে থাকতে হবে
সৎ পথের চিত্র
বসে বসে এই কথাটি
ভাবি দিবা-রাত্র।

কলম আমার কামান হয়ে
নাশুক মিথ্যা সকল
বুকের ভেতর দাওগো খোদা
অসীম সাহস বল।