বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ২৫, আটক ১৫

22

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই গ্রামবাসীর ঘন্টাব্যাপি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা ও হায়দারপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জলমহাল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ জনকে গ্রেফতার করে।
সন্ধ্যা ৬ টায় এ রিপোর্ট এ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান ওসি মোজাম্মেল হক।