রাজস্ব প্রদানের বিধানাবলী শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

28

আগামী ১২ ও ১৩ নভেম্বর চেম্বার কনফারেন্স হলে কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট ও সিলেট চেম্বার এর যৌথ উদ্যোগে খাতভিত্তিক রাজস্ব প্রদানের বিধানাবলী শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার প্রথমদিন ১২ নভেম্বর আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ফার্ম, কমিউনিটি সেন্টার, হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার, এসি টেইলার্স, কোচিং, এসি বাস, কুরিয়ার সার্ভিস, এমিউজমেন্ট পার্ক, সিকিউরিটি কোম্পানী, ডেকোরেটার্স, ইন্টারনেট অপারেটর, ক্যাবল অপারেটর, মানি চেঞ্জার ও সিএন্ডএফ এজেন্ট খাতের ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তী দিন ১৩ নভেম্বর সুপারশপ, দেশী ব্র্যান্ডের কাপড়ের শো-রুম, ফার্ণিচার, টাইল্স ও স্যানিটারী, বিস্কুট ও বেকারী, স্টীল প্রোডাক্ট্স, মিষ্টান্ন ভান্ডার/শো-রুম ও এম.এস. প্রোডাক্ট্স খাতের ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হবে। উক্ত কর্মশালায় উল্লেখিত খাতের ব্যবসায়ীদেরকে ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশন, টার্নওভার, ভ্যাট অব্যাহতি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা প্রতিনিধিকে আগামী ১১ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে চেম্বার কার্যালয়ে এসে নাম রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি