এম এ গণি ও মনোয়ারা খানম শিক্ষা ট্রাষ্টের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

50

দক্ষিণ সুরমার কামাল বাজারস্থ আলহাজ্ব এম এ গণি ও মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের ১৭তম জুনিয়র স্কুল ও মাদ্রাসার বৃত্তি পরীক্ষার ফলাফল ও ৫ম মরহুম আম্বর আলী ও সফিনা বিবি ৪র্থ শ্রেণী বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে গত ৬ নভেম্বর পরীক্ষা কেন্দ্রে ট্রাস্টের সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও দক্ষিণ সুরমা দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম ইসরাঈল আহমদ, সহ সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, সচিব ও প্রধান শিক্ষক মোঃ মাসুক আহমদ, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আজম আলী, অতিরিক্ত সচিব মাসুদ আলম। সভায় সর্বসম্মতিক্রমে জুনিয়র বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ ৪৬ জন ও ৪র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ২৩ জনকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এরপর পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল ঃ- ১ম- ১২৭, ২য় ৪২৪, ৩য় ১২৮, সাধারণ গ্রেড- ১৪৩, ৫২, ১২৬, ২২, ১২৯, ১৪১, ১৪২, ২৩০, ১১, ২২৪, ১৩২, ২২৫, ২৩১, ১৪৯, ১২, ১৪৬, ৩৬৯, ১৯৫, ৩০৮, ৩৭১, ১১৭, ২৫, ১৪৪, ৩৬৫, ১৮৪, ৩৭০, ১৬৮, ১৩১, ৩৯৩, ৫৯, ২৫০, ৫৪, ১০৭, ৫৬, ১৫৭, ১৬৯, ৪০৪, ৩০৬, ১৭৫, ৩০৯, ২৬৫, ১১৬, ৩৪৬। ৪র্থ শ্রেণীর ফলাফল ঃ ১ম ৩০৭, ২য় ১৯৭, ৩য় ৩০৫, সাধারণ গ্রেড- ২৪১, ১৩৪, ৩০৩, ১৫২, ৩০৪, ২২৪, ৩০১, ৩০৬, ১৪৩, ২৫৭, ২১৫, ১৪০, ৩০০, ২১৯, ১৪৯, ২৬৯, ২৫৯, ২২০, ১২৮, ১৫৮। উল্লেখ্য যে, এ পরীক্ষা গত ৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। বিজ্ঞপ্তি