বিদ্যমান কর ও মূসক সংক্রান্ত বিভাগীয় সংলাপ ॥ এসডিজি অর্জনে প্রয়োজন প্রগতিশীল কর সংস্কার

22

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)’র উদ্যোগে এবং সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র’র সহযোগিতায় ‘বিদ্যমান কর ও মূসক সংক্রান্ত বিভাগীয় সংলাপ হোটেল সুপ্রিমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগ পরিচালক মোহাম্মদ মতিউর রহমান। সুপ্র সিলেট জেলার সভাপতি, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ড. ফয়সল আহমদ এর সভাপতিত্বে সংলাপে মূল আলোচনাপত্র উপস্থাপন করেন নজমুল হক, নির্বাহী পরিচালক আইডিয়া। প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, আমরা সবাই মিলে কাজ করলে জনবান্ধব কর ব্যবস্থা প্রচলন ও বাস্তবায়ন সম্ভব হবে। তিনি সুপ্র কর্তৃক উপস্থাপিত কর ও মূসক সংক্রান্ত দাবীগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন। উক্ত সংলাপে সুপ্র’র হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের জেলা প্রতিনিধি, সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী নেত্রী, এনজিও কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রতিবন্ধী উন্নয়ন কমী, হাওর বিশেষজ্ঞগণ,ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি