কানাইঘাটে যুবলীগ নেতার পরিবারের উপর হামলার ঘটনায় বড়চতুল ইউপি আওয়ামীলীগের প্রতিবাদ সভা

51

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ৫নং বড়চতুল ইউপি যুবলীগ নেতা এম কামাল হোসেন ও তার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে বড়চতুল ইউপি আ’লীগের উদ্যোগে শনিবার স্থানীয় চতুল ঈদগাহ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউপি আ’লীগের সভাপতি মুবশি^র আলী চাচাইর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউপি আ’লীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সহ সভাপতি সাবেক ইউপি সদস্য মুহিবুল হক, বর্তমান ইউপি সদস্য আফতাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, আ’লীগ নেতা আনোয়ারুল হক, কয়ছর আহমদ, ফারুক আহমদ পাকি, কামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মুতলিব, মনিরুল ইসলাম, ফখরুল ইসলাম, হারিছ উদ্দিন, জামাল উদ্দিন, নুরুদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, আলিম উদ্দিন, যুবলীগ নেতা হাবিবুল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত শুক্রবার ইউপির সরুফৌদ গ্রামের জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে বাড়ী ফেরার পথে গ্রামের চিহ্নিত মাতব্বরদের নেতৃত্বে যুবলীগ নেতা এম কামাল হোসেনের উপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়। হামলায় এম. কামাল ও তার পরিবারের নারী-পুরুষ সহ অনন্ত ১৫ জন রক্তাক্ত আহত হয়ে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন গত ১৭ আগস্ট ইউপি আ’লীগের সভাপতি মুবশি^র আলী চাচাইর নেতৃত্বে আ’লীগের একটি সভায় যোগদান করার কারনে এম কামাল ও তার পরিবারের উপর এ হামলা করা হয়েছে। সভায় উপস্থিত আ’লীগের নেতৃবৃন্দ বলেন, সরুফৌদ গ্রামের নিজাম উদ্দিন সহ চিহ্নিত মাতব্বররা ইউপি আ’লীগের সভাপতি মুবশি^র আলী চাচাইর নেতৃত্বে আ’লীগের কোন সভায় গ্রামের কেউ যোগদান করলে তার উপর ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করার পাশাপাশি এম. কামালের পরিবারকে সমাজচ্যুত করা হয়। এম. কামাল হোসেনের পরিবার তাদের বাঁধা নিষেধ উপেক্ষা করে আ’লীগের সভায় যোগদান করায় জরিমানার টাকা পরিশোধ করা নিয়ে শুক্রবার তার পরিবারের এ হামলা করা হয়েছে বলে দাবী করেছেন।
অপর দিকে সরুফৌদ গ্রামের মুরব্বী রহম্মত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আনিছুল হক, মাওঃ ইব্রাহিম আলী, নিজাম উদ্দিন, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম গংরা জানান সরুফৌদ গ্রামের এজমালী জমিজমা জালিয়াতির ঘটনা নিয়ে আ’লীগ নেতা মুবশি^র আলী চাচাই গংদের সাথে গ্রামবাসীর মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে গত শুক্রবার বাদ যুমআ মুবশি^র আলীর চাচাইর পক্ষ নিয়ে মুসল্লিদের উপর যুবলীগ নেতা এম. কামাল হোসেন ও তার পরিবারের লোকজন হামলা চালালে তাদের ৯জন আহত হন। কিন্তু মুবশি^র আলী চাচাই প্রকৃত ঘটনা আড়াল করতে আ’লীগের কোন সভায় গ্রামের লোকজন যোগদান করলে জরিমানা করা হবে এ ধরনের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে গ্রামবাসী দাবী করছেন। আ’লীগের সভায় সবসময় গ্রামের দলীয় লোকজন যোগদান করে থাকেন।