জামালগঞ্জে হাওর রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

35

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, হাওর উন্নন কর্মী ও উপকার ভোগী কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজারে সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরান।
সভায় বক্তব্য রাখেন সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ’লীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ড: সাফায়েত আহমদ সিদ্দিকী, থানার ওসি তদন্ত মিজানুর রহমান সিদ্দিকী, হাওর বাঁচাও জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক গুল আহমেদ, হাওর ও পরিবেশ উন্নয় সংস্থার সভাপতি কাস্মীর রেজা, সাধারণ সম্পাদক প্রিযুশ পুরকায়স্থ টিটু, ফেনারবাকের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জেলার সদস্য সচিব বিন্দু তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার,জহিরুল হক তালুকদার,কৃষক নেতা শাহাব উদ্দিন, হাওর উন্নয়ন ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
পাগনার হাওর পারের কৃষকদের মধ্যে মতামত ব্যক্ত করেন আবুল কালাম, রিয়াজ উদ্দিন, জুলফিকার চৌধুরী রানা, আলী আহমদ, ফাইজুল কবির, শ্রীকান্ত তালুকদার, মহব্বত আলী, আমির উদ্দিন, মকবুল হোসেন, শিপন মিয়া, রঞ্জন সরকার, সাইদুর রহমান, সানোয়ার হোসেন, এমদাদ মিয়া।
সভায় ইউপি সদস্য আসাদ আলী, দীপক কুমার তালুকদার, অজিত কুমার সরকার, আলী আহমেদ, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম রানা, ইয়াছিন মিয়া, কেএম আব্দুর রহিম, মিল্টন সরকার, ইউপি সদস্যা সেজু আক্তার, নুরে জান্নাত লিপি, আক্তার বান সহ পাগনার হাওর পারের বিভিন্ন গ্রামের কৃষকরা সহ উপজেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।