বাহুবলে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু নিয়ে ধূম্রজাল

33

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে দু’গ্র“পের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনু উল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে নাকি অন্যকোনো কারণে আইনু উল্লা’হর মৃত্যু হয়েছে এনিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ যাদবপুর গ্রামের মৃত উদ্রিছ উল্লার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা ভাতিজার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বৃদ্ধ সহ ১০ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় আইনু উল্লাহকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল রাসেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন সংঘর্ষের ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একজন বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে, ময়না তদন্তের হওয়ার পর বুঝা যাবে বৃদ্ধ’র মৃত্যু সংঘর্ষে হয়েছে কী না। ময়না তদন্তের পর এনিয়ে বিস্তারিত বলা যাবে।