আওয়ামীলীগ ও দেশকে নেতৃত্ব শূন্য করতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল – অধ্যক্ষ সুজাত আলী রফিক

54

সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাই আওয়ামী লীগকে ও বাংলাদেশ নেতৃত্ব শূন্য করতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। ৭৫ এর ১৫ আগষ্ট মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তারই ধারাবাহিকতায় জাতিকে অন্ধকারে ঠেলে দেয়ার অভিপ্রায়ই এই কলঙ্কজনক হত্যাকান্ড সংঘঠিত হয়েছিল।
শুক্রবার ৩ নভেম্বর সন্ধ্যায় জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোনাতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
সদর উপজেলা ছাত্রলীগ নেতা আল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা এ.পি.পি এডভোকেট নুরে আলম সিরাজী, সিলেট সদর উপজেলা তাতী লীগের সদস্য কালাম আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সদর উপজেলা যুবলীগ নেতা মোয়াজ্জিন হোসেন, ওবায়দুল কাদের, কুতুব উদ্দিন, শাহজাহান কবির, সদর উপজেলা তাতী লীগের আহবায়ক দিলোওয়ার হোসেন, ৭নং খাদিমনগর ইউ সেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবুল কাহের, সদর উপজেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, ৮নং কান্দিগাঁও ইউপি আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আব্দুর রহমান, মকবুল হোসেন, ৮নং কান্দিগাঁও ইউপির ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা যুবলীগ নেতা আব্দুস সালাম, আনসার উদ্দিন, নিজাম উদ্দিন, আবু সুফিয়ান, নূর উদ্দিন, কান্দিগাঁও ইউুপ যুবলীগের আহবায়ক মকবুল হোসেন, চান মিয়া, মুজিবুর রহমান, জেলা তাতীলীগ নেতা আলকাস আলী, জাবরুল ইসলাম জগলু, আমির হোসেন, হেলাল, জয়, সদর উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদ জোনাক, আরাফাত রহমান খুকু, আলাউদ্দিন বিজয়, পারভেজ আহমদ, জাহেদ আহমদ, মুহিতুল ইসলাম জিহাদ, নুরুল আমীন খুকু, লোকমান আহমদ, লোকমান(২), সালমান আহমদ, আমিনুর রহমান আমিন, এখতিয়ার, মিজান, জুয়েল,মাসুম মিয়া, ইমন, মুহিবুর রহমান মুহিব প্রমুখ। বিজ্ঞপ্তি